সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত নদী খাল পূন:খনন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কাবিটা উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরানের সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা সদস্য সচিব নেহার রঞ্জন দাসের পরিচালনায় আলোচনা শেষে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটিতে উপদেষ্টা হিসাবে আছেন সংসদ সদস্য সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা মোঃ সেফাউল আলম, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, অফিসার ইনচার্জ আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, গণ্যমান্য ব্যক্তি ইউসুফ আল আজাদ, গণমাধ্যম প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, এনজিও প্রতিনিধি শৈলেন্দ্র কুমার তালুকদার, মৎস্যজীবি প্রতিনিধি জানকি নাথ চৌধুরী, কৃষক প্রতিনিধি মোঃ খলিলুর রহমান প্রমূখ। আগামী ২৯ অক্টোবর রবিবার এই কমিটির প্রথম সভার সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগীতায় এবং প্রকৃত কৃষকদের সাথে নিয়ে হাওরের সকল বাঁধ মেরামতের কাজ নির্ধারিত সময়ের আগে সর্ম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।