কেএম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: আধ্যাত্বিক রাজধানী খ্যাত সিলেটে এবার সম্পুর্ণ ব্যতিক্রমভাবে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে “মাশকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ” প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে থাকছে যথাক্রমে বিশ হাজার টাকা, পনেরো হাজার টাকা, দশ হাজার টাকা সহ আরো রয়েছে অনেক আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার প্রথম পর্ব আগামী ১লা জানুয়ারী ২০১৮ ইংরেজি সোমবার, সকাল ৯:০০ ঘটিকার সময়, দরগাহ-ই হযরত শাহ জালাল (রহ.) মসজিদ সিলেটে অনুষ্ঠিত হবে। এবং প্রতিযোগিতার ফাইন্যাল পর্ব আগামী ৬ রা জানুয়ারী ২০১৮ ইংরেজি, শনিবার, সকাল ১০:০০ ঘটিকার সময়, সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। ★অংশ গ্রহণকারী সকল প্রতিযোগিকে পূর্ণ ৩০ পারার মধ্য হতে যেখান থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে পূর্ণ আধা পারা পড়ে শুনাতে হবে। ★সিলেট বিভাগের যে কোনও জেলার যে কোনও প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণে আগ্রহী সকল প্রতিযোগিকে আগামী ১৫ই ডিসেম্বর ২০১৭ ইংরেজির মধ্যে এই 01767257990 নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করার জন্য “মাশকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র” সভাপতি হাফিজ মাওলানা আবদুল হাই (আস্তমা) ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুর আহমদ এর পক্ষ থেকে আহবান করা যাচ্ছে।