শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : মুসলিম প্রধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুরস্কের ইতিহাসে এই প্রথম হিজাবপরা এক নারী মন্ত্রী হয়েছেন। আইসেন গুরকান নামে এই শিক্ষাবিদকে শুক্রবার অস্থায়ী প্রধানমন্ত্রী আহমেত দাভু তুঘলু সরকার পরিবার ও সমাজনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। তিন সন্তানের জননী গুরকান ফাউন্ডেশন ফর ইয়ুথ অ্যান্ড এডুকেশন-এর একজন বোর্ড সদস্য। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের এক ছেলে ফাউন্ডেশনের একজন নির্বাহী। দু’বছর আগে তুরস্ক সরকার স্কুল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নারী ও ছাত্রীদের মাথায় হিজাব বেঁধে যাওয়া নিষিদ্ধ করে। তাই হিজাবধারী এই নারীর মন্ত্রী হওয়ার বিষয়টি সমাজে ধর্ম নিরপেক্ষতার ভিতকে দুর্বল করে দেবে বলে অভিযোগ করছে বিরোধীরা। সূত্র : এএফপি