মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের হত্যার দায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রোববার সকালে জামালগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল কাদির, শিক্ষার্থী রাসেল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক কামরুল ইসলাম, আবু ওবায়দা নাদিম, শামীমা আক্তার শিমু, রুমি আক্তার, মহিউদ্দিন। অন্যাদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আসাদ আল সাদি, মোঃ নাদিম আহম্মেদ, স্বাধীন তালুকদার, মোনায়েম হোসেন, আল আমিন, রবিন, তামিম আহমেদ চৌধুরী, সজিব তালুকদার, শুভ, ফাতেমা, সুর্বনা রায়, পলি রায়, আখী রানী, সুমি, সোনিয়া, মাহী, রুমানা প্রমূখ।
বক্তারা বলেন, গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের নিজ বাড়ি সীমানা নিয়ে পার্শ্ববর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি নিয়ে এ পর্যায়ে আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাক দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাপিয়ে পড়ে। জুয়েল ঘঠনাস্থলে অচেতন হয়ে যায়, এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে নিয়ে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। আমরা সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের ফাঁসি চাই। অচিরেই সন্ত্রাসীদের আইনে আওতায় আনা হোক। নতুবা আমাদের আন্দোলন চলবেই চলবেই। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল জামালগঞ্জ ডিগ্রি কলেজ হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে একটি স্মারকলিপি জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরানের কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম প্রমূখ।