শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
ইমরান হোসাইন চৌধুরী, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: যুবজমিয়ত বাংলাদেশ কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। ৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় রাজাগঞ্জ বাজার উত্তর চৌমুহনীস্থ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন ও আলী আবদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুয যামান। তিনি বলেন, জমিয়তের প্রতিটি কর্মীকে দলের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে। সভা থেকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার তীব্র নিন্দা জ্ঞাপন করত অবিলম্বে তা প্রত্যাহারের আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, যুবজমিয়ত কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কানাইঘাট থানা যুবজমিয়তের আহবায়ক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা শামসুল ইসলাম, নজরুল ইসলাম, সালেহ আহমদ কামাল উদ্দিন প্রমুখ।