শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
সাজু অাহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া যৌত উদ্যোগে দিরাই উপজেলা ও পৌর শাখার এক বিশাল মিলাদুন্নবী (সা) ও মাহফিল ত্রিবার্ষিক কাউন্সিল ভরারগাও পূর্বপাড়া কাজী মাওলানা আবুল কালাম আজাদ-র বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী মাওলানা মোঃ ফিরোজ আলি। উক্ত মাহফিলে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলা সুনামগঞ্জ জেলা শাখা মোহতারাম যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহতারাম অলিউর রহমান শামীম। বক্তাগণ মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, তাদেরকে যেন আল্লাহ প্রকৃত শহিদ হিসাবে কবুল করেন। প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার দিরাই উপজেলা বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ-র হাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দকে সভাপতি ও মুফতি মাওলানা মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যর এবং দিরাই পৌর কমিটির মাওলানা মোঃ হারুন অর রশিদকে সভাপতি এবং কাজী মাওলানা মোঃ আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্যর এক নতুন কমিটি গঠন করা হয়।