শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনে নির্বাচন দেওয়া হবেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা মেনে নিবেনা। আন্দোলনের মাধ্যমে এই আওয়ামীলীগ সরকারের পতন ঘঠাতে হবে- সাংবাদিকদের স্বাক্ষাতকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জের লতিফা কমিউনিটি সেন্টারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগ ও রাজধানী থেকে সমগ্র বাংলাদেশে এই আন্দোলন চলবে এতে করে আওয়ামী লীগ সরকারের পতন ঘঠবে। আমারা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন ওর রশিদ শান্তু, সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আসপিয়া, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা বিএনপির কর্মীসভায় যোগদান করেন।