বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেলাফত মজলিসের উদ্যোগেও মাওলানা শফিক উদ্দিনের অর্থায়নে গরিব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ। মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ছাতক-দোয়ারাবাজার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক এএম মোশাহিদ আলী, দোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি হাবীবুল্লাহ হেলালি, সাংবাদিক এমএ মোতালিব ভুইয়া, সদরুল আমিন, উপজেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক ফয়জুর রহমান, নরসিংপুর ইউপির শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দীন, মাওলানা আব্দুল আউয়াল, হাফেজ নুর মোহাম্মদ।
এদিকে বুধবার ৬ ফেব্রুয়ারি সকালে দোহালিয়া বাজারে ইউপি শাখার সভাপতি মাওলানা ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হকের পরিচালনায়, দুপুরে মান্নারগাঁও ইউপির আমবাড়ি-গোপালপুর মাদরাসা মাঠে ইউপি সভাপতি মাওলানা নুর আলম মাছুমের সভাপতিত্বে ও হাফেজ তৈয়বুর রহমানের পরিচালনায় ও বিকেলে পান্ডারগাঁও ইউপির নতূনবাজার মাদরাসা মাঠে ইউপি সভাপতি মাওলানা সমছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সফিক উদ্দিন। সভায় বিশেষ ছিলেন, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আখতার হোসাইন, দোয়ারা উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, দোয়ারা উপজেলা সহ-সভাপতি কাজি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুস শহিদ, অফিস সম্পাদক মাওলানা আবদুল কাহার, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, আমবাড়ি গোপালপুর মাদরাসার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা আবুল ফজল, মান্নারগাঁও ইউপি সাধারণ সম্পাদক ডাক্তার জয়নাল আবেদীন, সফির উদ্দিন, মাওলানা আবদুন নুর, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ময়নুল হক প্রমূখ।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, জনসেবাকে একটি অন্যতম ইবাদাত মনে করি। তাই এ অঞ্চলের গরিব-অসহায় শীতার্ত মানুষের দু:খ কষ্ট দেখে নিজের সাধ্যমত শীতবস্ত্র হিসেবে কিছু কম্বল বিতরণ করেছি। এর আগেও বিতরণ করেছি ছাতক পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মধ্যে। এসব গরিব-অসহায় মানুষের পাশে দাড়াবার জন্য তিনি সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।