বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের খাই হাওর ও সাংহাই হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সেকশোনাল অফিসার মনিটরিং টিম পানি উন্নয়ন বোর্ডের ওয়াহিদ উল্লাহ। বুধবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সাংহাই ও খাই হাওরে আসামমুড়া গ্রামের পূর্বপাশে খাই হাওরে ৫নং, ৬নং, ১৪নং, সাংহাই হাওরে ৪নং, ৫নং, ২৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও উন্নয়ন ও অনুন্নয়ন প্রকল্প নির্মানাধীন বেরী বাঁধ পরিদর্শন করেন সেকশোনাল অফিসার মনিটরিং টিম পানি উন্নয়ন বোর্ডের ওয়াহিদ উল্লাহ। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সেকশোনাল অফিসার মনিটরিং টিম পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যপাল, ওয়ার্ক অ্যাসিসট্যান্ট মোঃ মাফিজুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পানি উন্নয় বোর্ড কমিটির সদস্য কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য রোশন আলী, হাফিজুল ইসলাম, সফিকুল ইসলাম, খাইরুন্নেছা, নূরুল আবেদীন, ইলিয়াছ মিয়া প্রমুখ।