সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: দিরাই উপজেলার জগদল মহাবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করলো। প্রথম র্যালী দিয়ে শহীদের স্বরনে স্হানীয় শহীদ মিনারে ফুল দিয়ে তাদের জন্য দোয়া করে। এ সময় উপস্হিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পংকজ কান্তী রায়, সিনিয়র শিক্ষক নরেন্দ্র চন্দ্র পন্ডিত, বদিউজ্জামান, শাফায়ত হোসেন, বজ্র গুপাল দাস, আশিষ ভৌমিক, আলকাবুর হোসেন, ম্যনেজিং কমিটির সদস্য হাজ্বী ডাঃ বজলুন্নূরসহ অনেক।
যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন জগদল স:প্রা: বিদ্যালয়ে
দিরাই উপজেলার জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করলো। প্রথম র্যালী দিয়ে শহীদের স্বরনে স্হানীয় শহীদ মিনারে ফুল দিয়ে তাদের জন্য দোয়া করে। এ সময় উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পনা চক্রবর্তী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিছবাহ মিয়া, সহ-সভাপতি আবু সেলিম, সদস্য হুসনা বেগম, অফিস সহকারী জাহির, আহমদ তাজুদসহ অনেকে।