মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ব্রাজিল সমর্থক গোষ্টির এই প্রথম আনন্দ র্যালী ও রোড শো ১৬ মে বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। কানাইঘাট ডাকবাংলা থেকে র্যালীটি শুরু হয়ে কানাইঘাট বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শাপলা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ সময় ব্রাজিল সমর্থক গোষ্টির অন্যতম সমর্থক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও হাসান রিজভীর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবিবুল্লাহ, ইসমাইল আলী, হারিছ উদ্দিন।
উপস্থিত ছিলেন ব্রাজিলীয়ন সমর্থক গোষ্টির সমর্থক মোঃ (তোফায়েল আহমদ ছালিম), বিপ্লব, আবুল হাসনাত, মোঃ উজ্জল, সিহাব উদ্দিন কাকা, আসফাক হোসেন, রাসেল চৌধুরী, কাহার আলী, এইচ এম জামিল, আফজাল হোসেন, অজয় দাস, মামুন আহমদ, ইসমাইল এইচ সুহেব, মারজান ইফতি, হোসেন আহমদ, শাহরিয়ার পাভেল, আসাদ আহমদ, আনোয়ার হোসেন, আশরাফ রিফাত, ফয়সল আহমদ রানা, আসাদ রায়হান, আরিয়ান তানভির, সেলিম আহমদ, মারুফ বিজয়, শাকির আহমদ, ইমরান আহমদ, সালমান আহমদ, আরিফ বিল্লাহ, মোঃ রহিম উদ্দিন, সেবুল আহমদ, স্টিফেন সাইদি, বুরহান আহমদ, আফজাল হোসেন, সুহেল আহমদ, জাহাঙ্গীর আলম, রাজু দাস, মোঃ সাহিদ, মোঃ জুয়েল, আর এ রাজু, সারওয়ার হোসেন, তোফায়েল আহমদ, মোঃ মুমিন, কিবরিয়া, ফজলু, দেলোয়ার, জয়নাল প্রমূখ।