বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জে উপমা’র এলনা প্রকল্পের সিএইচএস ও স্যনিটেশন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ রোববার সকালে জেলার লতিফা কমিউনিটি সেন্টারে প্রথম দিনে শুভ উদ্ধোধনী অনুষ্ঠিত হয়।
এতে পপি ও অক্সফার্ম-এর সহযোগীতায় এবং উপমা-উন্নয়ন পরিকল্পনায় মানুষ-এর আয়োজনে প্রশিক্ষন শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি ডিআরআরও ফরিদুল হক। সভাপতিত্বে করেন উপমা’র নিবার্হী পরিচালক সাইফুল আলম খান। পপি সংস্থার এলনা প্রকল্পের পিও কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ইরা নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, পপি’র এলনা প্রকল্পের পিএম কামরুল হোসেন, পদ্মা নির্বাহী পরিচালক সাজ্জাদুল রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পদ্মার সংস্থার পিও মো. রুহুল আমিন, বালিজুড়ী ইউপি সচিব বিজিত মৈত্র, ইউপি সদস্যা অর্চনা রানী, সদস্য রেনু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, হাওরাঞ্চালে এলনা প্রকল্পের জন্য অক্সফার্মকে ধন্যবাদ জ্ঞাপন করেন।