মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের কালিপুর ফকিরবাড়ি মাঠে এ বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। জামালগঞ্জ উত্তর ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএস মুক্তার হোসেন।
শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানাজার অখিল সাহা, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, আওয়ামী লীগ নেতা মলি হোসেন, আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুুল আজাদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ইমরান হোসেন তালুকদার, আনোয়ার হোসেন প্রমূখ।
এমপি রতন বলেন, প্রতিটি পরিবারের বিদ্যুতের আলোয় আলোকিত হবে। আমাদের আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত উন্নয়ন হয়েছে। হাওরের সাধারন মানুষের চিন্তা করে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আসুন সবাই মিলে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। কালিপুর ও পশ্চিম কালীপুর গ্রামে ২শত ৩৯টি পরিবারে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করা হয়।