মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :

মিসরের নাগরিকত্ব ছাড়ছেন না সালাহ

আমার সুরমা ডটকম ডেস্কএবারের বিশ্বকাপের বড় তারকা হয়েই রাশিয়া গিয়েছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে নেমেও জেতাতে পারেননি দলকে। বিশ্বকাপ থেকে এরই মধ্যে সালাহর দল মিসরের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

সোমবার সৌদি আরবের বিপক্ষের ম্যাচটি আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচের আগে খবর রটেছে, নিজ দেশ মিসরের নাগরিকত্ব ছাড়ছেন সালাহ। মিসরের জার্সি গায়ে আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না লিভারপুলের এই তারকা। তবে এই খবর অস্বীকার করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলছে আফ্রিকান দেশ মিসর। তার তাতে ভূমিকা আছে ২৬ বছর বয়সী সালাহর। বিশ্বকাপে মিসরের বেস ক্যাম্প বসেছে চেচনিয়ায়। সেখানেই চেননিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদরিভ সালাহকে দেশটির নাগরিকত্ব দিয়েছেন। তারপরই গুজব রটেছে, মিসরের নাগরিকত্ব ত্যাগ করছেন সালাহ। রোববার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। তারা জানিয়েছে, সালাহ মিসরের নাগরিকত্ব ছেড়ে চেচনিয়ার হয়ে খেলবেন।

তবে এত খবর অস্বীকার করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সালাহর মিসর ছাড়ার সংবাদটি পুরোপুরি ভুল। তারা বলেছে, ‘সালাহ এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছে এবং সে দলের সঙ্গে সুখী। সে সতীর্থদের সঙ্গে খাওয়াদাওয়া করছে। সে ভালোভাবে অনুশীলন করছে। এর অর্থ কোথাও কোনো সমস্যা নেই।’

এদিকে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের পাবলিক রিলেশন অফিসার ওসামা ইসমাইলও সালাহর মিসর ছাড়ার সংবাদটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘সালাহ এখন দলের আছে এবং সতীর্থদের সঙ্গে অনুশীলন করছে। সেসব ম্যাচ খেলবে। সে কোনো ধরনের অসন্তোষ প্রকাশ করেনি। আমি জানি না, সিএনএন এ তথ্য কোথায় পেয়েছে। সালাহ নিজের টুইটারে এ ধরনের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত তা বিশ্বাস করবেন না।’

-ওয়েবসাইট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com