সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ বুধবার ঢাকার গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় এবং সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে আরিফের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।এ তথ্য দৈনিকসিলেটডটকমকে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা সিসিকের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় সিলেটের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাধারণ সসম্পাদক আলী আহমদ, ডা. শাহরিয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বখত সাদেক, ইশতিয়াক সিদ্দিকীসহ ১১ জন।