মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এসপিএল প্রজেক্টের ঈদ পূর্ণমিলনী সভা শনিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা কর্মীরা ঈদ পূর্ণমিলনী সভায় অংশ গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর সভাপতি মো. মিছবাহ উদ্দিন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসপিএল প্রজেক্টের রিজিওনাল কো-অডিনেটর মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক তালুকদার, সুজন-এর সহসভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জাতীয় পার্টির জেলা ছাত্র সমাজ-এর সহসভাপতি মো. কামাল উদ্দিন, জাতীয় পার্টির নেতা আব্দুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, গণ্যমান্য ব্যক্তি শেখ মো. আব্দুল বাছির, উপজেলা মহিলা পরিষদের সহসভাপতি মাধবী পাল চৌধুরী, নারীনেত্রী মাধবী রায় চৌধুরী, বিএনপির নেত্রী খালেদা আক্তার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, কৃষক লীগের আহবায়ক আলী আমজাদ, শেখ রাসেল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল নেতা মঈনুল হাসান, ছাত্রলীগ নেতা রহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনীতি যার যার দেশ সবার, আসুন আমরা সবাই মিলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করি।