বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : আবারো দেশের প্রায় ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহককে সিমকার্ড নিবন্ধন করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে এটি সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রথমবারের মতো মোবাইল সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত ডিলার ও খুচরা বিক্রেতাদেরও তালিকা তৈরি করা হবে। এ তালিকা অনুযায়ী বিক্রেতারাও নিবন্ধিত হবেন। নতুন সিমকার্ড বিক্রির ক্ষেত্রে গ্রাহক নিবন্ধনের সময় বিক্রেতার নাম-ঠিকানাও সংরক্ষণ করতে হবে অপারেটরদের। নিবন্ধনবিহীন সিমকার্ড ও ভুয়া নিবন্ধনসম্পন্ন সিমকার্ড বিক্রি বন্ধেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক সমকাল।