মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে মানসিক ভারসাম্যহীন স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার খবর পাওয়া গেছে, ঘটনাটি ঘটেছে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের নতুন পাড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৬টার দিকে পারিবারিক কলহের জের ধরে মানসিক ভারসাম্যহীন সিদ্দিকা চৌধুরী তার স্বামীর উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে অধিক রক্তক্ষরণের ফলে স্বামী শাহ আলম চৌধুরী ঘটনাস্থলেই মারা যান।
দিরাই থানার অফিসার ইন-চার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আসামী সিদ্দিকা চৌধুরীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।