বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
প্রতিপক্ষের উপর অতর্কিত হামলায় বাদী পক্ষের করা মামলায় আতœগোপনে থাকা একজন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের মৃত শওকত আলীর ছেলে হযরত আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ডাবরঘাট নামক স্থানে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
উলে¬খ্য, বিগত ২৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আলী আহমদ ও তাহার আতœীয় স্বজনের উপর ভোরে অতর্কিত হামলা চালায় হযরত আলী গংরা। এই অতর্কিত হামলায় আলী আহমদের পক্ষের ১০ জন আহত হন ও নগদ অর্থ স্বর্নালংকার লুট ও ব্যাপক ভাংচুর করে হযরত আলী গংরা।
এই বিষয়ে আলী আহমদ বাদী হয়ে বিগত ২৪ আগষ্ট ২০১৮ ইং তারিখে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান আসামীকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।