মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে শান্তিগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে র্যালীটি পুনরায় উপজেলা পরিষদে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শিক্ষক রনধীর মজুমদার, তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় তালুকদার, সাংবাদিক মোঃ নুরুল হক, শফিকুল ইসলাম, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূধা রঞ্জন মজুমদার, তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলা রানী রায়, বিলকিছ বেগম, খালেদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার (ওয়েছ) প্রদীপ তালুকদার, নাজির দিলিপ রায় প্রমুখ।