শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভা বুধবার বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তন হল রুমে এ সভা অনুষ্টিত হয়।
জামালগঞ্জ উপজেলা শাখার (রেজিঃ নং এস-১২০৬৮)-এর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক মো. তাজ উদ্দিন। সহকারী শিক্ষক সুমী আক্তার ও হ্যাপী আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি অনন্ত কুমার তালুকদার, বিশেষ অতিথি জেলা আহবায়ক সাজাউর রহমান, যুগ্ন আহবায়ক সাফিজ উদ্দিন, সদস্য সচিব বেনু মজুমদার, সদস্য আলাউদ্দিন, দক্ষীণ সুনামগঞ্জের সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, জামালগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোফাজ্জল হায়দার, নুরুল আলম চৌধুরী, সেলিনা আফিন্দী, জাহেদা আফিন্দী, মিনারা বেগম, আলী রাজা, রন চন্দ্র তালুকদার, সুভাষ পাল, রিয়াজ উদ্দিন, দিবাকর রায়, শাহ আলম, কাউছার, উপজেলা শিক্ষক সমিতির সদস্য আব্দুল গফ্ফার, আবু লেইচ, শমশের আলী প্রমূখ।