মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
দীর্ঘদিন হলিউডে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে ফেরার পর ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো বলিউডের ছবিতে মনোযোগ দিয়ে কাজ করবেন। কিন্তু না ভক্তদের আশায় গুড়েবালি! প্রিয়াঙ্কা এখন হবু স্বামী নিক জোনাসের সঙ্গে রোমান্স নিয়েই ব্যস্ত।
সম্প্রতি নিকের ২৬তম জন্মদিন মহাধুমধামে উদযাপিত হলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে এ যুগল বিশেষ দিনটি উদযাপন করেন। ‘কোয়ান্টিকো’ তারকা ইনস্টাগ্রামে জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টির ছবি শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন ’বার্থডে হ্যাং’।
বেসবল স্টেডিয়ামে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের জন্মদিন পালন করা হয়। গানের অনুষ্ঠানও ছিল। জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে চুমু খান এ যুগল। মঞ্চে যখন এ যুগল চুমু দিচ্ছিলেন, তখন হাজারো ভক্ত করতালি দেন।
এ সময় প্রিয়াঙ্কার পরনে ছিল লাল উজ্জ্বল রঙের পোশাক। আর নিকের গায়ে ছিল নিক নীল টি-শার্ট ও জিন্স প্যান্ট।