শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
জমিয়ত নেতারা কে কোথায় প্রার্থী হবেন

জমিয়ত নেতারা কে কোথায় প্রার্থী হবেন

এম আবু বকর সাদী:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (নিবন্ধন নং-২৩) অর্ধশত আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। ২০ দলীয় জোটের অন্যতম শরিক এই দলটির অধিকাংশ নেতাই অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত। দলের নেতারা মনে করেন, হেফাজত একটি ধর্মীয় (সামাজিক) সংগঠনমাত্র। রাজনৈতিক ময়দানে হেফাজতকে ব্যবহার করা কোন ভাবেই কাম্যনয়। তারা উপমহাদেশের আলেমদের প্রাচীনতম সংগঠন ‘জমিয়তে উলামা’র বিপ্লবী উত্তরসুরী। ভারত বর্ষে ও পাকিস্তান আমল থেকে নিয়ে ৭১ এর স্বাধীনতায় জমিয়ত অবদান রেখেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ যোগ্য সংখ্যক আসনে তারা নির্বাচন করে বিজয়ী হতে চান। দেশের অধিকাংশ বড় বড় আলেমদের সংগঠন দাবি করে জমিয়ত নেতারা বলেন, জনগন নির্বাচনে পরিবর্তন চায়। জমিয়ত দেশের বৃহত স্বার্থে ২০ দলীয় জোটের সাথে রয়েছে। জোট ভুক্ত থাকায় বিগত নির্বাচনে জমিয়ত নির্বাচন বয়কট করে। এর আগের নির্বাচনে দুটি আসনে বিএনপি ছাড় দিয়ে ছিলো। দলটির নেতারা মনে করেছেন আগের যেকোন সময়ের চেয়ে জমিয়ত অনেকটাই সুসংহত । তাই দুই/তিনটি আসন দিলে চলবেনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মান জনক আসন না দিলে ‘বিকল্প চিন্তা রয়েছে’ বলেও জানান জমিয়তের এক বর্ষীয়ান নেতা। আপনারা কয়টি আসন নিয়ে সন্তুষ্ট? এমন প্রশ্নের জবাবে নেতা সিলেট রিপোর্ট ডটকম কে বলেন, আমরা ইতিমধ্যে অর্ধশত আসনে প্রার্থীদের সাক্ষাতকার নিয়েছি। সকলের সাথে কথা বলে দলীয় নীতি নীতির্নিধারণী ফোরামে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

‘জমিয়ত বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন জোটে প্রধান শরিকদল উল্লেখ করে জমিয়তের আরেক নেতা বলেন, দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে যথাযথ মু্যৈায়ন করবেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বস্ত করেছেন। অপর একটি সুত্রমতে, জমিয়তকে ১০ টি আসনের ব্যাপারে সবুজ সংক্ষেত দিয়েছেন জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। তবে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত করতে দু’একদিনের মধ্যেই বিএনপির দায়িত্বশীলদের সাথে বসবে। গত শনিবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত জমিয়তের বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকার ও মতবিনিময় সভায় উপস্থিত নেতারা দ্রুত বিএনপির সাথে বসে আসন বন্টনের বিষয়টি সুরাহা করতে তাগিদ .দেন।
সুত্র মতে, বিএনপি নির্বাচনে না গেলে তখন দলীয় নিবন্ধন রক্ষায় অন্তত একশ’ আসনে দলীয় প্রার্থীরা খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন। তফসিল ঘোষণা পরেই দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা অনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান সিনিয়র নেতারা।
বিভিন্ন সুত্রে প্রাপ্ত যে সকল আসনে প্রচারনা চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন ১. মাওলানা মুতিউর রহমান কাসেমী, সংসদীয় আসন নং-৮ , দিনাজপুর-৩ (সদর); ২. মাওলানা মঞ্জুরুল ইসলাম, আফেন্দী ,সংসদীয় আন নং ১২, নীলফামারী-১ (ডোমার-ডিমলা); ৩. মাওলানা আব্দুর রহীম, আসন নং-২৬ কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী); ৪. মাওলানা সানাউল্লাহ মাহমূদী, আসন নং-১২৩ বরিশাল-৫ (বরিশাল সদর); ৫. মাওলানা ওয়েজ উদ্দীন/খায়রুল ইসলাম মন্ডল, আসন নং-১৪৭ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা); ৬. মুফতি শায়খ মাহবুবুল্লাহ, আসন নং-১৪৯ ময়মনসিংহ-৪ (সদর); ৭. মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, আসন নং-১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা); ৮. মাওলানা আহমদ বদরুদ্দীন খান, আসন নং-১৫৫ ময়মনসিংহ-১০ (গফরগাঁও); ৯. মুফতী তাহের কাসেমী/আলহাজ্ব রইছ উদ্দিন, আসন নং-১৫৭ নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর); ১০. মাওলানা সালমান ফারসী/আবুল বাশার ফরাজী, আসন নং-১৫৮ নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা); ১১. মাওলানা মফিজুর রহমান/মাওলানা হারুনুর রশীদ, আসন নং-১৫৯ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া); ১২. মাওলানা আব্দুল কাইয়ুম/মাওলানা রুহুল আমীন নগরী, আসন নং-১৬০ নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ,খালিয়া জুড়ি ও মদন); ১৩. মাওলানা আব্দুল ওয়াহ্হাব, আসন নং-১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা); ১৪. মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, আসন নং-১৬২ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর); ১৫. মাওলানা শফিকুল ইসলাম, আসন নং-১৬৫ কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম); ১৬. আলহাজ্জ মোঃ আতিকুজ্জামান, আসন নং-১৬৭ কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব); ১৭. মাওলানা মাহবুবুল আলম, আসন নং-১৭৮ ঢাকা-৫ (২১, ২২, ২৩নং ওয়ার্ড বাড্ডা, রামপুরা, ভাটারা); ১৮. মুফতী নাসির উদ্দীন খান, আসন নং-১৯৫ গাজীপুর-২ (সিটির ৩৫টি ওয়ার্ড ও ক্যান্টঃ এলাকা); ১৯. মাওলানা মুতিউর রহমান, গাজীপুরী আসন নং-১৯৮ গাজীপুর-৫ (কালীগঞ্জ); ২০. মাওলানা হাফিজ নাজমুল হাসান, আসন নং-১৯৯ নরসিংদি-১ (নরসিংদি সদর); ২১. মাওলানা হেদায়াতুল ইসলাম, আসন নং ২০০ নরসিংদি-২ (পলাশ); ২২. মাওলানা আব্দুর রহীম, আসন নং-২০১ নরসিংদি-৩ (শিবপুর); ২৩. মাওলানা ফজলুল করীম কাসেমী, আসন নং-২০৩ নরসিংদি-৫ (রায়পুরা); ২৪. মুফতী মুনীর হোছাইন কাসেমী, আসন নং-২০৭ নারায়নগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ); ২৫. মাওলানা ফেরদাউসুর রহমান, আসন নং-২০৮ নারায়নগঞ্জ-৫ (কোতয়ালী ও বন্দর থানা); ২৬. মুফতী জাকির হোছাইন, আসন নং-২১১ ফরিদপুর-১ (মধুখালী-আলফাডাঙ্গা-বোয়ালমারী); ২৭. হাফেজ কবীর আহমদ, আসন নং-২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদপুর); ২৮. মাওলানা তাফাজ্জল হক আজীজ, আসন নং-২২৪ সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ); ২৯. মাওলানা শুয়াইব আহমদ, আসন নং- ২২৫ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা); ৩০. এ্যাড: মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, আসন নং-২২৬ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ); ৩১. মাওলানা নুরুল ইসলাম খান/মাওলানা আব্দুল বাছীর, আসন নং-২২৭ সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভপুর ও সদর); ৩২. মাওলানা আব্দুল হান্নান, আসন নং-২২৮ সুনামগঞ্জ-৫ (দোয়ার বাজার ও ছাতক); ৩৩. মাওলানা আব্দুল আজীজ সিদ্দীকী, আসন নং-২২৯ সিলেট-১ (সিলেট সদর ও সিটি); ৩৪. হাফেজ হোসাইন আহমদ/মাওলানা মুখতার হোসাইন, আসন নং-২৩০ সিলেট-২ (বিশ্বনাথ ও বালাগঞ্জ); ৩৫. মাওলানা নজরুল ইসলাম, আসন নং-২৩১ সিলেট-৩ (দক্ষিণ সুরমা ও ফেন্সুগঞ্জ); ৩৬. মাওলানা আতাউর রহমান, আসন নং-২৩২ সিলেট-৪ (গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ); ৩৭. মাওলানা উবায়দুল্লাহ ফারুক, আসন নং-২৩৩ সিলেট-৫ (কানাইঘাট-জাকিগঞ্জ); ৩৮. মাওলানা শায়খ জিয়াউদ্দীন/হাজী শামসুদ্দীন, আসন নং-২৩৪ সিলেট-৬ (বিয়ানী বাজার-গোলাপগঞ্জ); ৩৯. মাওলানা বদরুল ইসলাম, আসন নং-২৩৫ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি); ৪০. মাওলানা আব্দুল জাব্বার, আসন নং-২৩৬ মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলঞ্জ আংশিক); ৪১. মাওলানা জামিল আহমদ আনসারী, আসন নং-২৩৭ মৌলভীবাজার-৩ (সদর উপজেলা ও রাজনগর); ৪২. মাওলানা নূরে আলম হামিদী, আসন নং-২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আংশিক); ৪৩. মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী/মাওলানা ইমদাদুল্লাহ, আসন নং-২৩৯ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল); ৪৪. শায়খুল হাদীস তাফাজ্জুল হক/মাওলানা আব্দুর রব ইউসুফী, আসন নং-২৪০ হবিগঞ্জ-২ (আজমিরিগঞ্জ-বানিয়াচং); ৪৫. মাওলানা তাফহীমুল হক, আসন নং-২৪১ হবিগঞ্জ-৩ (সদর ও লাখাই); ৪৬. মাওলানা নুরুজ্জামান, আসন নং-২৪২ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর); ৪৭. মাওলানা জুনায়েদ আল-হাবীব, আসন নং-২৪৪ ব্রাহ্মনবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল); ৪৮. মাওলানা জয়নুল আবেদীন, আসন নং-২৪৫ ব্রাহ্মনবাড়িয়া-৩ (সদর বিজয়নগর); ৪৯. মাওলানা ইয়াকূব উসমানী, আসন নং-২৪৬ ব্রাহ্মনবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা); ৫০. মাওলানা শাহজালাল, আসন নং-২৪৯ কুমিল্লা-৬ (কুমিল্লা সদর); ৫১. মাওলানা আব্দুল কুদ্দুস, আসন নং-২৫৭ কুমিল্লা-৯ (লাকসাম); ৫২. মাওলানা নাসিরুদ্দীন মুনীর, আসন নং-২৮২ চট্টগ্রাম-৫ (হাটহাজারী)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com