শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
আমার সুরমা ড্ট্কম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেন সিইসি। গতকাল বেলা ১১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে নিবাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ১২টার পর্যন্ত। বৈঠকে নুরুল হুদা ছাড়াও উপস্থিত ছিলেন চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দিন আহম্মদ। সভায় নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। এছাড়া মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহারের দিনক্ষণ ও তফসিলের বিস্তারিত চূড়ান্ত করা হয়। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়পত্র দাখিল শেষ সময় ১৯ নভেম্বর।