শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন, শিশু বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম নিরসন ও শিশু শাস্তি বন্ধ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার বিকাল ৪টায় উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র সভাপতিত্বে, ইউপি সচিব মিতালী তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রকিব, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সচিব ইয়াসমিন হুসনে আরা, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীরা চন্দ প্রমূখ।
অপর দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির বরাদ্দ থেকে ৯টি স্টিট লাইট স্থাপন করা হয়েছে।
বৃহ¯পতিবার বিকাল সাড়ে ৪টায় শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু ৯টি স্টিট লাইট স্থাপনের উদ্বোধন করেন। এ সময় ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে ২টি স্টিট লাইট স্থাপন করেন তিনি।
স্টিট লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজলা যুবলীগের যুগ্ম-সাধারণ স¤পাদক লিয়াক আলী, ত্রাণ বিষয়ক স¤পাদক শাকির আহমদ, যুবলীগ নেতা শাহ নুর, স্টিট লাইট স্থাপঙ্কারী প্রতিষ্ঠানের ইসলাম উদ্দিন, রামেশ্বরপুর বাজার কমিটির সভাপতি আজমত আলী, শামছুন্নুর, আঞ্জব আলী, করম আলী, আকবর আলী প্রমূখ।