বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত জোট-মহাজোটে প্রার্থী জট ইতিমধ্যে লেগে গেছে। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বিরুদ্ধে প্রবাসিসহ ১০ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া বিএনপির অন্যতম নেতা নাছির উদ্দিন চৌধুরীর প্রার্থীতা চ্যালেঞ্জ করে ৭ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন। আর এসব কারণে উভয় দলের ভেতরে ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট বিএনপি। এ আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক যে ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন, তারা হলেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর ছেলে মাহদীন চৌধুরী রাইয়ান, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, এস এম আবু তাহের চৌধুরী।
অন্যদিকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা গত উপ-নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হন। দলীয় সূত্রে জানা যায়, বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাসহ ১১ জন আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে হাই কমান্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক ম-লীর সদস্য, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি, সিলেট আইন কলেজের সাবেক ভিপি ও শহীদ পরিবারের সন্তান এ্যাডভোকেট শামসুল ইসলাম, মাহবুব হুসেন ছায়েদ আলী রেজু, ব্যারিস্টার অনুকুল তালুকদার ডালটন, প্রবাসি সামছুল ইসলাম চৌধুরী, সাংবাদিক দিপক চৌধুরী, এডভোকেট অবনী মোহন, প্রবাসি ইকবাল হুসেন, ইয়ামিন আজমান চৌধুরী, ওসমান খাদেম পার্সী।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব ও ইউ.কে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, জাতীয়পার্টি থেকে জামিল চৌধুরী দলীয় মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।