শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। ২ ডিসেম্বর রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বাছাই সম্পন্ন হয়।
এদিকে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনিত ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা।
জানা যায়, সুনামগঞ্জ জেলার ৫ আসনে মোট ৫২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তন্মধ্যে জেলার ৫টি আসনের ১১ জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করে নির্বাচন কমিশন। তন্মধ্যে সুনামগঞ্জ-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন সুনামগঞ্জ-১ একেএম ওহিদুল ইসলাম কবির (জাসদ), আমান উল্লাহ আমান (জাকেরপার্টি), কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-২ আসনে রুহুল আমিন (জাপা), সুনামগঞ্জ-৩ আসন রফিকুল ইসলাম খসরু (বিএনপির বিদ্রোহী), আব্দুছ সাত্তার (বিএনপি), আশরাফুল হক সুমন (বিএনপি), শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), সুনামগঞ্জ ৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন(বিএনপি), রাজু আহমদ (স্বতন্ত্র)।
জেলা রিটানিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।