রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
কাজী জান্নাতুল ফেরদৌস
ছবির মতো গ্রামটি আমার
অনেক সুন্দর ভাই,
মাঝে মাঝে তাই তো গিয়ে
শান্তি খুঁজে পাই!!
পাক্-পাখালি, গাছ-গাছালী
আরো সবুজ বন,
মায়ায় ভরা,ছায়ায় ঘেরা
শান্তি সুখের মন!!
আত্মীয় স্বজন সবাইতো
মিলে মিশে থাকি,
জেলে, তাঁতী, চাষি, মাঝি
এক কাতারে রাখি!!
সূর্যমাখা ভোরের সকাল
নদী ভরা জলে
ঢেউয়ের কলতানে আমার
মন পাখি গান বলে!!
নদীর ধারে কাশবন
সাদা ফুলে ঘেরা,
শিশির ফোঁটা মুক্তো ঝরা
গ্রামটি আমার সেরা!!!