শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা সোমবার সকালে দলীয় কার্যালয়ে প্রাঙ্গণে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোমেন খা। সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব আহমেদ চৌধুরী, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকৃল ইসলাম, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, আলকাছ খন্দকার, আব্দুল সুবান আখঞ্জী, হাজী জালাল উদ্দিন, আব্দুল জলিল তালুকদার, ইকবাল হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বালিজুরী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোষা মিয়া, বড়ধল ইউপি সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রীপুর দক্ষিণ ইউপি সভাপতি বজলুল রহমান, শ্রীপুর উত্তর সভাপতি জালাল উদ্দিন, জালাল উদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আগবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, জেলা শ্রমিকলীগ সদস্য সাদেক হোসেন জিটু, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, যুগ্ন-আহবায়ক রায়হান উদ্দিন রিপন, শ্রমিক লীগের আহবায়ক বিল্লাল আমিন, সদস্য সচিব হাজী আব্দুল কদ্দুস, ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তানসেন তুষার তালুকদার প্রমুখ।
এমপি রতন বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নকে অব্যাহত রাখতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয়। তাই সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের দলীয় পতাকাতলে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয় করুন।