শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আলোচনা সভা বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
শিক্ষা, স্বাস্থ্য, যৌতুক, বাল্য বিবাহ, স্যানিটেশন, সন্ত্রাস জঙ্গীবাদ এবং মাদক প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। তথ্য অফিসের অপারেটর মো. শরীফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরমের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন পেশাজীবি ও নারী ও কিশোরীরা উপস্থিত ছিলেন।