শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির কার্যকরী কমিটির সভায় বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক কাজী অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ জলিল খান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জয়নুল ইসলাম মুহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুর রহিম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ আলী সিরাজী, প্রচার সম্পাদক কাজী আবু ইউসুফ শরীফ, সহ-প্রচার সম্পাদক কাজী নূরুল আজিজ চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, আইন সম্পাদক এডভোকেট কাজী মঈন উদ্দিন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক কাজী আব্দুল মান্নান (মাস্টার), সহ-সমাজ কল্যাণ সম্পাদক কাজী খন্দকার ফখরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ফজলুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী ফখর উদ্দিন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী নাছির উদ্দিন, কাজী মোহাম্মদ আব্দুল মুকিত, কাজী মোহাম্মদ আব্দুল খায়ের, কাজী মোহাম্মদ মাহবুব আহমদ, কাজী মোহাম্মদ মুখলিছুর রহমান শানু প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি কাজী কারী গোলাম আহমদ।