শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে ৩২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মামুনুর রশীদ এ আদেশ দেন। এর আগে ঐক্যফ্রন্ট প্রার্থী শাহীনূর পাশা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এ সময় তিনি সুষ্ঠ নির্বাচনেরে জন্য দ্রুত সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের ওসি, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসারের অপসারন চান।