মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জ উউপজেলায় ফেনারবাক ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪.৩০ ঘটিকায় লক্ষীপুর বাজারে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের দু’বারের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রাথী মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষকলীগের নেত্রী এড. শামীমা শাহরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ইউপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টৃ, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন। সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রানার সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এছাড়া ইউপি ফেনারবাক, গজারিয়া, সেলিমগঞ্জ বাজারে কর্মীসভায় অনুষ্ঠিত হয়। রতন বলেন, নৌকা ভোট দিন, শেখ হাসিনার উন্নয়ন বুঝে নিন। ৩০ তারিখ সারা দিন নৌকা মার্কা ভোট দিন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে নৌকাকে বিজয় করুন।