শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সাফির দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর শহরের আরপিনগরস্থ ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে কামরুজ্জামান চৌধুরীর মরদেহ ঢাকা থেকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়। মরদেহ শহরের উকিলপাড়াস্থ বাসভবনে নিয়ে আসলে শহরের নানা শ্রেণি-পেশার মানুষ শেষ বারের মত দেখতে ভীড় জমান।
পরে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাবে মরদেহ নিয়ে আসা হয় শ্রদ্ধাঞ্জলী নিবেদনের জন্য। সেখানে রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি লতিফুর রহমার রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাব, নিউজ সুনামগঞ্জ পরিবার, সাংবাদিক ফোরামসহ সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকরা সুনামগঞ্জের প্রবীন সাংবাদিকের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে মরদেহ আরপিনগরস্থ ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়।
নামাজের জানাজায় অংশ নেন লেখক হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পিপি খায়রুল কবির রুমেন, আ.লীগ নেতা মতিউর রহমান পীর, পৌর মেয়র নাদের বখত, সমাজে সেবক দেওয়ান গণিউল সালাদীন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর শওকত, আসম খালিদ, বিএনপি নেতা দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, জেলা পরিষদ সদস্য তারেক হাসান দাউদ, চেম্বারের সহ-সভাপতি আমিনুল হক, পৌর কাউন্সিলর ইয়াসিনুর রশিদ , সাংবাদিক এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, সাহাব উদ্দীন, লতিফুর রহমান রাজু, মাছুম হেলাল, আল-হেলাল, মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লালসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স¤পাদক ও প্রকাশক কামরুজ্জামান চৌধুরী সাফীর মৃত্যুতে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যনির্বাহী কমিটির সদস্য মোশাহিদ আহমদ, এম এ কাসেম চৌধুরী, সালেহ আহমদ হৃদয়, সামিউল কবির, আলাল হোসেন, নাঈম তালুকদার প্রমূখ।