রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় এমপি রতন ও সংরক্ষিত আসনের এমপি শামীমাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে সাচনা বাজার বটতলায় সাচনা বাজার বণিক সমিতির উদ্যোগে সংবর্ধনায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সহ-সভাপতি মানিক লাল রায়। উপজেলা যুবলীগের নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় প্রধান অতিথি সংবর্ধিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সংবর্ধিত সংরক্ষিত এমপি শামীমা শাহরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক যুগ্ম-সচিব মো. রইছ উদ্দিন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউসুফ আল আজাদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, বণিক সমিতির সহ-সভাপতি চিত্র রঞ্জন পাল, ব্যবসায়ী সেলিম আহমেদ প্রমূখ।
এমপি রতন বলেন, আসন্ন ৫ম জামালগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মো. ইউসুফ আল আজাদকে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।