মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়ে অন্তত ৪৯ জন মুসল্লিদের নিহত করার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ তৌহিদি জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেই সাথে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট এর ফাঁসির দাবী জানান বিক্ষোভকারীরা।
শনিবার বিকাল ৫টায় আছরের নামাজের পর দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি মসজিদ বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারের গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা আফসার উদ্দিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা রমজান আলী, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা হোসাইন আহমদ, ক্বারী মাওলানা মুহিব্বুল হক জাহানপুরী, মাওলানা সালিক আহমদ, ক্বারী সিরাজুল হক প্রমূখ। বিক্ষোভ মিছিল ও আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।