মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ সমুহের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ জেলা এবং কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে ও জেলা ফেসিলেটেটর আবুল ফারাহ মোহাম্মদ সালেহের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার পরিচালক (ডিডিএলজি) এমরান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) রাহুল চন্দ্র।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা সমবায় অফিসের পরিদর্শক একে এম জালাল উদ্দীন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিমবীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, সদস্যা, সাংবাদিক ও ইউপি সচিববৃন্দ প্রমূখ।