শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত পরিষদের পৃষ্ঠপোষক, মুফাক্কিরে ইসলাম, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট-এর শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া রহ.-এর ইন্তেকালে সোমবার বাদ যুহর হতে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে তাঁর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের উপদেষ্টা মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছির, শায়খুল হাদিস শায়খ মাওলানা সাজিদুর রহমান।
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের উপদেষ্টা মাওলানা বশির আহমদ, সিলেট দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের বিতঙ্গলী, দিরাই মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজ্জাম্মিল হোসাইন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আবুল কাসেম চাতলপাড়ি, মাওলানা তাহির আহমদ, মাওলানা আব্দুল রকিব বিশ্বম্ভরপুরী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, দিরাই মাদরাসার মুহাদ্দিস মাওলানা হোসাইন সারওয়ার, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মশহুদ আহমদ, ক্বারী মুহিব্বুল হক, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা হাব্বান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের মাওলানা মুহসিন উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা গোলজার আহমদ, মাওলানা শাহনুর আহমদ, মাওলানা ইলিয়াছ আহমদ, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আব্দুল হাই, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবিদুর রহমান ও মাওলানা মিজানুর রহমান।