রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ করিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রজনীগঞ্জ দারুল কুরআন মাদরাসায় ৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার বাদ জুহর মিটিং অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, রজনীগঞ্জ দারুল কোরআন মাদরাসার মুহতামিম কারী মতিউর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী, সহসাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা এনামুল হক, মাওলানা ইমদাদুল হক আরকান, মাওলানা জাকির হোসাইন, হাফিয ইমরান আহমদ, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা বশির আহমদ ও হাফিয মাওলানা সাব্বির আহমদ প্রমুখ।
পরে সর্বসম্মত সিদ্ধান্তে আজকের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয় এবং আগামিতে সকলের সমন্বয়ে করার নির্দেশনা দেয়া হয়।