সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বেহেলী সেতুর নাজুক অবস্থা। বিভিন্ন সময় দুঘটনা ঘঠতে পারে বলে স্থানীয় সাধারন মানুষের ধারণা। এই সেতু দিয়ে পথ যাত্রী সহ বাস, ট্রাক, মটর, অটো সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সেতুর পাঠ ডসে যাওয়ায় সমস্যার সম্মুখিন হতে হচ্ছে সাধারন যাত্রীরা।
সেতুর সমস্যা শুনে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান, পাইতরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান গঠনা পরিদর্শন করেন এবং দ্রুত কাজ করার জন্য সংশ্লিষ্টদের বলেন।
এ ব্যাপারে সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন বলেন, উপজেলার একমাত্র প্রধান সড়ক এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারন যাতায়াত করেন দ্রুত মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করেন।