মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দক্ষিণ সুনামগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ফসল কর্তণ ও মাঠ দিবস পালন

দক্ষিণ সুনামগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ফসল কর্তণ ও মাঠ দিবস পালন

amarsurma.com

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ফসল কর্তণ ও মাঠ দিবস পালন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস দেখার হাওরের মাধপার মাঠে বোরো ধান কর্তনের পূর্বে মাঠ দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রোমানা আফরোজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আতিকুর রহমান,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাব উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জিত চন্দ্র।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, জুয়েল রানা,আবু তাহের,রাহুল তালুকদার, হীরেন্দ্র চন্দ্র কর, মিজানুর রহমান মন্ডল, নুর হোসেন, হুমায়ুন কবির, দিদারুল আলমসহ এলাকার কৃষকবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃষকদের সমস্যাগুলি চিহ্নিত করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা দূর করতে হবে। এবার কালবৈশাখী ঝর ও শিলাবৃষ্টিতে যে এলাকার জমির ধান ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সহযোগিতা করতে হবে। বক্তারা আরও বলেন, ধান লাল হয়ে আসলে দ্রুত কাটার ব্যবস্থা করতে হবে, আর আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সুনামগঞ্জে ১১টি উপজেলায় কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে একযোগে ধান কাটা উৎসবের উদ্বোধন

এদিকে সুনামগঞ্জ জেলার হাওরজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। হাওরে সকল কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতে একযোগে সব উজেলায় অনুষ্টিত হয়েছে ধান কাটা উৎসব।

রোববার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

এছাড়া রবিবার দুপুরে জেলার ১১টি উপজেলায় একযোগে ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বশির আহমদ সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভালো। যদি আরও ২০ থেকে ২৫ দিন সময় পাওয়া যায়, তাহলে কৃষকেরা তাদের ধান নির্বিঘ্নে গোলায় তুলতে পারবেন। কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতেই জেলাজুড়ে এই উৎসবের আয়োজন।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৭৫ হাজার মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com