মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকাল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির উপদেষ্টা ও আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, উপদেষ্টা ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ বিশ্বাস, উপদেষ্টা ও নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, উপদেষ্টা ও বীরগাও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজ মিয়া, উপদেষ্টা ও পুর্বপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, উপদেষ্টা ও আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঃ শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও সরকারী জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ সরকার, সহ সভাপতি ও সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহ-সভাপতি ও সরকারী পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সহ-সভাপতি ও পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সরকারী পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদকক সুলতান মাহমুদ, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল গফফার নোমান, মহিলা সম্পাদিকা রাহেলা বেগম, সহ মহিলা সম্পাদিকা শংকরী রাণী চক্রবর্তী, সুরমা হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অমির চন্দ্র কর, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারীশিক্ষক আবুল কাশেম, সদস্য অধীন চন্দ্র দাশ, সাইফুল ইসলাাম তালুকদার, আলী আহমদ খান, আবু ইসহাক, মোঃ নয়ন মনি, বিনিয় ভূষণ দাস, মৃদুল চন্দ্র তালুকদার প্রমূখ।
উপজেলা পরিষের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান্দ্বয় ফুলেল শুভেচ্ছা ও অবিনন্দন গ্রহণকালে বলেন, আমাদের দেশের অন্যান্য জেলার তুলনায় আমাদের দক্ষিণ সুনামগঞ্জ শিক্ষায় পিচিয়ে রয়েছে, আমাদের সকলের প্রচেষ্টায় শিক্ষার মান এগিয়ে নিতে হবে। বিশেষ করে আমাদের এলাকায় আপনাদের ছাত্র/ছাত্রীদের শিক্ষায় বেশী করে শ্রম ও মেধা দিয়ে আমাদের সন্তাদের মানুষ করতে হবে।