বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
মাতৃদুগ্ধ শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি বিপনন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জে উদ্ধদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায়, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)-এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসীম উদ্দিনের সভাপতিত্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমেদের পরিচালনায় প্রজেক্টরের মাধ্যমে মাতৃদুগ্ধ ও শিশু খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় প্রদর্শন করেন বিভাগীয় স্বাস্থ্য সচেতনতা প্রতিনিধি সজীব চৌহান।
প্রদর্শণ পরবর্তী উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক রোমানা আফরোজ, প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাশ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, ডা: তানভীরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক রজত ভূষন রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌরী রানী ভট্রাচার্য্য, আব্বাস উদ্দিন, হোসেন আলী, সেনেটারী পরিদর্শক শহীদুল্লাহ, ইপিআই টেকনেশিয়ান নওশাদ মিয়া, পরিবার পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য্য, পরিবার পরিবার পরিকল্পনা সহকারী আরতি রানী দাশ, গুলশানারা বেগম, পরিসংখ্যান সহকারী মো: রইছ উদ্দিন, কোষ্ঠ ও যক্ষা সহকারী সুশান্ত দে, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা আমিনুল হক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
পরে দুপুর ১২টায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা পরবর্তী দুপুর সাড়ে ১২টায় জেলা সিভিল সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ডা: জসীম উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী উপজেলা পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে লাইফষ্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: ওমর ফারুক।
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবনের সামনে থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ইপিআই ভবণের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাসের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের মোঃ ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আশরাফুল হক, সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডাঃ লিপীকা দাস, ইউএনএফপিএ-এর প্রতিনিধি ডাঃ শাহীন আক্তার, কেয়ার জি এস কে এর প্রতিনিধি সঙ্গীতা বৈদ্য, ডাঃ আবুল কালাম, সদর হাসপাতালের সেবা তত্বাবধায়ক শুক্লা কুন্দ ও সিভিল সার্জন অফিসের শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস বলেছেন স্বাস্থ্য ক্ষেত্রে প্রসূতি সেবার অঙ্গীকার নিয়ে মাতৃত্ব দিবসে সকল মায়েদের মর্যাদা ও অধিকার আদায়ের লক্ষ্যে সচেতনতার বিকল্প নেই। এজন্য সকল গর্ভবর্তী মায়েদের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকল চিকিৎসক ও সেবিকাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।