রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
মুসলিম উম্মাহর বৃহত্তর সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের গৌরবোজ্জ্বল শতবছর পূর্তি উপলক্ষ্যে লন্ডনে আগামি ১৫ই জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে দি রয়েল রিজেন্সী সেন্টারে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওলাদে রাসূল সা. আল্লামা আরশাদ মাদানী ভারত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পাকিস্তান জমিয়তের সভাপতি মুফতি মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ জমিয়তের সিনিয়র সহ-সভাপতি হাফিয মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল সাইয়্যিদ মাহমুদ মাদানী ভারত, সাউথ আফ্রিকা জমিয়তে উলামার সেক্রেটারি জেনারেল মুফতি ইব্রাহিম বাম, ইউকে জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, ব্রিটেন জমিয়তে উলামার সভাপতি মুফতি মুহাম্মদ আসলাম, বাংলাদেশ জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, ইউকে জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ তহুর উদ্দিন, ড. মুফতি আব্দুর রহমান মনগেরা ও ইউকে জমিয়তের উপদেষ্টা হাফিয শায়খ সৈয়দ আমাম উদ্দিনসহ দলের বিভিন্ন স্তরের উলাময়ে কেরানগণ বক্তব্য রাখবেন।
উক্ত মহাসম্মেলনে দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করছেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম ও সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ।