রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
ভারতের হিমাচলের কুল্লু জেলায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। বৃহস্পতিবার জেলার বানজার তেহশিল এলাকায় ৭০ যাত্রী নিয়ে পাহাড় থেকে একটি বাস খাদে পড়ে যায়।
কুল্লু জেলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ এইটিন জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
হিমাচলপ্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহশিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।