মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক কাশ্মীরে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে-উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাওলানা আফসার উদ্দিন, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান, সদস্য মাওলানা আতিকুল ইসলাম, উছামা ইসলাম খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী কাশ্মীরের মুসলমানদের উপর যে গণহত্যা শুর“ করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে আমরা বলতে চাই যদি এই গণহত্যা বন্ধ না করা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হব।