সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক অনুর্ধব) সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ফুটবল টুনামেন্ট খেলা শুভ উদ্ভোধন করেন।
এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। সঞ্চালনায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান প্রমুখ। ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশ গ্রহণ করে পাইকুরাটি ইউনিয়ন বনাম সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়ন। এতে পাইকুরাটি ইউনিয়নকে ৪ গোলে পরাজিত করে সুখাইর রাজাপুর দক্ষীণ বিজয়ী হন। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি এমপি রতন পুরুস্কার তুলে দেন।