রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের ৩০ বছর পূর্তি ও কিরাআত প্রশিক্ষণ কোর্সের ২৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন ২০২০ সংগঠনের তাহিরপুর উপজেলা বাস্তবায়ন উপকমিটি গঠনের লক্ষ্যে শনিবার বেলা ২টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রওজাতুল উলূম মাদরাসায় মুহতামিম মাওলানা সাবিতুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মাওলানা শাহনূর আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, হাছননগর মাদরাসার শিক্ষক মাওলানা তায়েফ আহমদ প্রমুখ।
এতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন উপ-কমিটি (তাহিরপুর উপজেলা শাখা) গঠন করা হয়েছে।
আহ্বায়ক মাওলানা আবুল কাসেম আনোয়ারপুর, যুগ্ম-আহ্বায়ক মাওলানা সাবিতুর রহমান, সদস্য সচিব মাওলানা অলিউর রহমান, যুগ্ম-সদস্য সচিব মাওলানা ফরিদুদ্দিন, সদস্য মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা মুহিতুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আমিনুর রশিদ তামিম, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম জিহাদ, মাওলানা শফিউল আলম, মাওলানা হাবিবুর রহমান।