বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদকে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সংবর্ধনা প্রদান করে ইউনিভার্সাল মডেল স্কুল।
স্কুলের ৬ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাজিম হাসান তুহিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী রফিকুল হক।
স্কুলের শিক্ষক মহি উদ্দিন জাবেবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হাজী নিজাম উদ্দিন, ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার কুতুব উদ্দিন, ব্রাহ্মণগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী জয়নাল আবেদীন, ব্রাহ্মণগ্রাম উন্নয়ন সমিতির সেক্রেটারি ও শিক্ষক মাস্টার আমিন উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া, ইউনিভার্সাল ট্রাস্টের সেক্রেটারি হাফিজ নিজাম উদ্দিন, ইউনিভার্সাল মডেল একাডেমির সভাপতি কবির উদ্দিন আহমদ, প্রবাসী তাজুল হক, সমাজসেবী ইসলাম উদ্দিন, আতিকুর রহমান, যুব সংগঠক বিলাল উদ্দিন, স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ জামিল, জাহেদ আহমদ, মাহফুজুর রহমান প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন।