মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের ৩০ বছরপূর্তি ও ক্বিরাআত প্রশিক্ষণ কোর্সের ২৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার উপ-কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার বিকেল ৩টায় আমবাড়ি-গোপালপুর মাদরাসায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।
মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা আমির হুসাইনের সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা শফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত আবুল ফজল, ইয়াকুব আলী, হাফিয জাকির হুসাইন, মাওলানা আশরাফ হুসাইন ও মাওলানা সুলাইমান আহমদ প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে নি¤œবর্ণিত ব্যক্তিবর্গকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপদেষ্টারা হলেন মাওলানা আবুল ফজল, মাওলানা ফজলুল করিম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রূপ, মাওলানা শফিকুল ইসলাম।
আহ্বায়ক মাওলানা আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আলিম উদ্দিন, সদস্য সচিব হাফিয হুসাইন আহমদ, যুগ্ম সদস্য সচিব ক্বারী জিয়াউর রহমান।
সদস্যবৃন্দরা হলেন মাওলানা সুলাইমান আহমদ, মাওলানা এনামুল হক, ক্বারী আনোয়ার হুসাইন, মাওলানা আজিজুল হক, মাওলানা জমসেদ আলী, হাফিয ইয়ামিন আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা বিলাল আহমদ, মাওলানা সামছুদ্দিন, মাওলানা নজরুল ইসলাম।